বরিশাল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (৫ মে) নগরীর সার্কিট হাউজের কনফারেন্স রুমে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের উপপরিচালক গৌতম বাড়ৈ, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা। প্রশিক্ষণ কর্মশালা শেষে অশংগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করেন অতিথিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
টিএইচ